চন্দন বারিক, দিঘাট্রিপ.কম : সুনসান হোটেল থেকে চুপিসাড়ে সরিয়ে ফেলা হয়েছিল বেশকিছু দামী সামগ্রী। ঘটনাটি টের পেয়ে পুলিশের দ্বারস্থ হয় হোটেল কর্তৃপক্ষ। এরপর ঘটনার তদন্তে নেমেই হোটেলেরই এক কর্মীকে পাকড়াও করেছে পুলিশ।সূত্রের খবর, জনপ্র…
চন্দন বারিক, দিঘাট্রিপ.কম : সুনসান হোটেল থেকে চুপিসাড়ে সরিয়ে ফেলা হয়েছিল বেশকিছু দামী সামগ্রী। ঘটনাটি টের পেয়ে পুলিশের দ্বারস্থ হয় হোটেল কর্তৃপক্ষ। এরপর ঘটনার তদন্তে নেমেই হোটেলেরই এক কর্মীকে পাকড়াও করেছে পুলিশ।
সূত্রের খবর, জনপ্রিয় এই হোটেলটি নিউ দিঘায় অবস্থিত। তবে লকডাউনের জেরে হোটেলে সেই অর্থে গ্রাহকের আনাগোনা ছিল না। আর সেই ফাঁকেই হোটেল সাফ করে দিয়েছে অভিযুক্ত। হোটেল সূত্রে খবর, সেখানকার পাখা, টিভি, টেপ চুরি গিয়েছে।
পুলিশ সুত্রে জানা গেছে, এই ঘটনায় জড়িত সন্দেহে হোটেলেরই এক কর্মচারী আসাদূল বিশ্বাস (৩৪)কে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে বুধবার কাঁথি আদালতে নিয়ে যাওয়া হয়েছে। দীঘা থানা পুলিশ সূত্রে খবর আসাদুল বিশ্বাসকে পুলিশ রিমান্ডে এনে এই চুরির সঙ্গে আর কারা জড়িত সে বিষয়ে তদন্তে নামবে পুলিশ।
No comments