চন্দন বারিক, দিঘাট্রিপ.কম :সাত সকালে দিঘার উত্তাল সমূদ্রে ভেসে আসা একটি অজানা বস্তুকে ভাসতে দেখে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি দেখতে পেয়ে উৎসাহী গ্রামবাসীরা সমূদ্রের পাড়ে ভীড় জমান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দিঘা থানা ও মো…
চন্দন বারিক, দিঘাট্রিপ.কম : সাত সকালে দিঘার উত্তাল সমূদ্রে ভেসে আসা একটি অজানা বস্তুকে
ভাসতে দেখে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি দেখতে পেয়ে উৎসাহী গ্রামবাসীরা
সমূদ্রের পাড়ে ভীড় জমান।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দিঘা
থানা ও মোহনা কোস্টাল থানার পুলিশ। বাইনোকুলার চোখে লাগিয়ে সমূদ্রের বেশ খানিকটা
দূরে ভাসতে থাকা ওই অজ্ঞাত জিনিসটিকে পর্যবেক্ষণ করেন তাঁরা।
এরপর মোহনা কোস্টাল থানার পুলিশের
একটি বোট নামিয়ে ঘটনাস্থলে গিয়ে বোঝা যায় সেটি আসলে একটি পরিত্যক্ত বয়া। পুলিশের
প্রাথমিক অনুমান, মাঝ সমূদ্রে থাকা বয়াটি সম্ভবতঃ উত্তাল ঢেউয়ের ধাক্কায় ভেসে
এসেছে দিঘার কাছে।
তবে বেশ খানিকটা দূর থেকে সেটিকে
ঠিকমতো সনাক্ত করতে না পারার জন্যই চাঞ্চল্য ছড়ায় সবার মধ্যে। পুলিশ সেটিকে
পর্যবেক্ষণ করার পর কোস্টগার্ডকে খবর পাঠানো হয়েছে।
দেখুন ভিডিওটি-
No comments