চন্দন বারিক, দিঘাট্রিপ.কম : দিঘা পর্যটন কেন্দ্র এখন আগের থেকে অনেক বেশী সাজানো গোছানো। রাস্তাঘাট থেকে সমূদ্রের তট সর্বত্রই আলো ঝলমলে পরিবেশ। তাই বিদ্যুতের চাহিদাও বাড়ছে পাল্লা দিয়ে।
এবার সেই সমস্যা মেটানোর উদ্যোগ নিল রাজ্য সরকার। সরকারের পরিকল্পনা অনুযায়ী ওল্ড দিঘার পাশাপাশি এবার নিউ দীঘাতেও গড়ে উঠতে চলেছে বিদ্যুতের একটি সাবস্টেশন। এই সাবস্টেশনের জায়গা পরিদর্শনে বৃহস্পতিবার দিঘায় আসেন ডিভিশনাল এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার )টেকনিক্যাল) সৌম্যদীপ মুখার্জি সহ বিদ্যুৎ দপ্তরের আধিকারিকেরা।
দিঘা কনভারসেশন সেন্টারের পেছনে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের ৫৬ডেঃ জায়গার উপর গড়ে উঠবে এই পাওয়ার স্টেশনটি। দিঘার রতনপুর মৌজায় এই পাওয়ার স্টেশনটি গড়ে উঠলে হোটেল ব্যবসায়ীদের পাশাপাশি সুবিধা হবে স্থানীয় বাসিন্দাদেরও।
এদিন পাওয়ার স্টেশনের বিষয়ে স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন বিদ্যুৎ দফতরের আধিকারিকেরা। গ্রামবাসীরা এই কাজের জন্য তাঁদের সম্মতি জানান। নিউ দিঘার জন্য আলাদা সাবস্টেশন গড়ে উঠলে নানান বৈদ্যুতিক সমস্যা দূর হবে বলেই আশাবাদী স্থানীয়রা।
No comments