চন্দন বারিক, দিঘাট্রিপ.কম : বিশাল আকারের ঘোড়ানাগ সাপ উদ্ধার হল দিঘায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দিঘার সরিপুর গ্রামে। খবর পেয়ে বনদফতরের কর্মীরা সাপটিকে উদ্ধার করে জঙ্গলে ফিরিয়ে দিয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার সকালে…
চন্দন বারিক, দিঘাট্রিপ.কম : বিশাল আকারের ঘোড়ানাগ সাপ উদ্ধার হল দিঘায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দিঘার সরিপুর গ্রামে। খবর পেয়ে বনদফতরের কর্মীরা সাপটিকে উদ্ধার করে জঙ্গলে ফিরিয়ে দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার সকালে দিঘার সরিপুর গ্রামে এক গৃহস্থের বাড়িতে বিশাল আকারের সাপটিকে দেখতে পান স্থানীয়রা। তাকে দেখেই ভীত আতংকিত হয়ে পড়েন সকলে।
তবে সাপটিকে না মেরে তাঁরা তৎক্ষণাৎ স্থানীয় বন দফতরে খবর দেন গ্রামবাসীরা। বনদফতর সূত্রে জানা গেছে, এই সাপটির আসল নাম “ট্রিংকেট সাপ”। তবে এটি ঘোড়ার মতো লাফিয়ে লাফিয়ে চলে বলেই স্থানীয় ভাষায় সাপটি ঘোড়ানাগ হিসেবে পরিচিত।
No comments