চন্দন বারিক, দিঘাট্রিপ.কম : দিঘা ও উড়িষ্যার বর্ডার লাগোয়া এলাকায় একটি
দাঁড়িয়ে থানা ডাম্পারে ধাক্কা মেরে গুরুতর জখম হয়েছে দুই মোটর বাইক আরোহী। তাঁদের
প্রথমে উদ্ধার করে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক
চিকিৎসার পর তাঁদের উড়িষ্যার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। (ভিডিওটি দেখতে নীচে স্ক্রল করুন)
সোমবার রাতের দিকে
ঘটনাটি ঘটেছে দিঘা ও উড়িষ্যার বর্ডার লাগোয়া কিয়াগেড়িয়া মঠ-এর কাছে। আহত দুই
ব্যক্তির নাম দেবু কিস্কু (২৫) এব্বং গৌরাঙ্গ হাঁসদা (২৬)। তাঁদের দু'জনের বাড়ি উড়িষ্যার ভোগরাই থানার কৃষ্ণনগর গ্রামে। এই ঘটনায়
বাইক চালক দেবু কিস্কুর আঘাত অত্যন্ত গুরুতর।
স্থানীয় সূত্রে জানা
গেছে,
সোমবার রাত্রি প্রায় সাড়ে ৮টা নাগাদ মোটর বাইকে সওয়ার দুই
যুবক মদ্যপ অবস্থায় উড়িষ্যা থেকে দিঘার দিকে যাচ্ছিল। পথে কিয়াগেড়িয়া এলাকায় মোটর
বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ডাম্পারটিতে ধাক্কা মারে।
স্থানীয়রা জানিয়েছেন, দুই বাইক আরোহী যুবকই মদ্যপ অবস্থায় ছিল। স্থানীয়রা ঘটনাটি
দেখতে পেয়েই আহত দুই যুবককে উদ্ধার করে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে দেবু কিস্কুর ডান পায়ে ১০টি সেলাই পড়েছে। এছাড়াও তাঁর
বাঁ হাতের কয়েকটি আঙুল ভেঙেছে। আর গৌরাঙ্গ হাঁসদা'র একটি পা ভেঙেছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।
No comments