চন্দন বারিক, দিঘাট্রিপ.কম : মঙ্গলবার সকালে নিউ দিঘার সমূদ্র তটে দেখা
মিলল একটি বিরাট আকারের কচ্ছপের মৃতদেহ। কচ্ছপটিকে দেখতে ভীড় জমান পর্যটক থেকে
স্থানীয় বাসিন্দারাও। এদিন সকালে দিঘার মাইতি ঘাটের কাছে কচ্ছপটিকে পড়ে থাকতে দেখা
যায়। (ভিডিওটি দেখতে নীচে স্ক্রল করুন)
দীর্ঘসময় ধরে কচ্ছপটি মৃত অবস্থায় পড়ে থাকায় তা থেকে
দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে। এলাকাবাসীদের অভিযোগ, খবর পেয়েও সেটিকে উদ্ধার করে নিয়ে যাওয়ার কোনও
তাগিদ নেই বনদফতরের। এর ফলে দুর্গন্ধ বাড়ছে জোরাল ভাবেই।
স্থানীয়দের অনুমান, কচ্ছপটি সমূদ্রের জলেই মারা পড়েছে। রাতে জোয়ারের জলে সেটি
ভেসে চলে এসেছে বালিয়াড়িতে। স্থানীয়রা জানিয়েছেন, এর আগে যতবারই মৃত কচ্ছপ উদ্ধার হয়েছে বনদপ্তর
এর কর্মীরা সেটিকে উদ্ধার করে সেটিকে মাটিতে পুঁতে দেয়। তবে এবার আর তাদের দেখা
মিলছে না বলে অভিযোগ উঠেছে।
দেখুন ভিডিওটি-
No comments