চন্দন বারিক,
দিঘাট্রিপ.কম : পারিবারিক অশান্তির
জেরে দিঘা সমূদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালালেন এক গৃহবধূ। চাঞ্চল্যকর
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর নাগাদ ওল্ড দিঘার ২নং ঘাটের কাছে।
ঘটনাটি দেখতে পেয়েই
গৃহবধূকে উদ্ধারে ঝাঁপায় কর্তব্যরত নুলিয়া ও পুলিশ। তাঁকে উদ্ধারের পর দ্রুত দিঘা
স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দ্রুততার সঙ্গে মহিলার চিকিৎসা শুরু
করে দেয়। যার জেরে গৃহবধূ প্রাণে বেঁচে যান।
পুলিশ সূত্রে জানা গেছে,
উদ্ধার হওয়া গৃহবধূর নাম সঙ্গীতা করণ (৩০)। তাঁর বাড়ি দিঘা থানার বাঁশবনি গ্রামে।
এদিন বেলার দিকে পরিবারের সঙ্গে ঝামেলার পর দুপুর নাগাদ বাড়ি ছেড়ে পালিয়ে আসেন
গৃহবধূ।
এরপর সুযোগ বুঝে
সমূদ্রের অনেকটা গভীরে চলে যান তিনি। বিষয়টি বুঝতে পেরেই নুলিয়া ও কর্তব্যরত পুলিশ
দ্রুত তাঁকে উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, সমূদ্রের জল অনেকটা খেয়ে নেওয়ার অসুস্থ
হয়ে সঞ্জা হারান তিনি। তবে এই মুহূর্তে তাঁর অবস্থা অনেকটাই স্থিতিশীল বলে
হাসপাতাল সূত্রে জানা গেছে।
No comments