চন্দন বারিক,
দিঘাট্রিপ.কম : পরিবারে অশান্তির
হওয়ায় বুধবার ভর দুপুরে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিল ছেলেটি। এরপর বিকেল নাগাদ দিঘা
থেকে হাওড়াগামী এসি সুপার ট্রেনের ধাক্কায় মৃত্যু হল দেবাশিষ পতি (২০) নামের এক কিশোরের।
পূর্ব মেদিনীপুরের
রামনগরের মান্দার গ্রামের বাসিন্দা দেবাশিষের ক্ষতবিক্ষত মৃতদেহটি এদিন উদ্ধার
হয়েছে দিঘা হাওড়া রেল লাইনের রামনগর ব্রিজের কাছে। স্থানীয়দের দাবী, বিকেল ৩-১৫টা
নাগাদ দিঘা থেকে ছেড়ে আসা ট্রেনের ধাক্কাতেই মৃত্যু হয়েছে তাঁর।
দুর্ঘটনার খবর পেয়েই
ঘটনাস্থলে ছুটে এসেছে দিঘা জিআরপি পুলিশ সহ স্থানীয় বাসিন্দারাও। মৃতের পরিচয়
উদ্ধারের পর প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ছেলেটি এদিন বাড়ি থেকে রাগ করে
বেরিয়ে এসেছিল।
তবে ঘটনাটি আত্মহত্যার নাকি এই ঘটনার পেছনে অন্য
কোনও কারন রয়েছে তাও পুলিশ খতিয়ে দেখছে। দেহটিকে ময়না তদন্তের জন্য কাঁথি
মহকুমা হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জিআরপি পুলিশ সূত্রে জানা গেছে।
No comments