মিলন পন্ডা, দিঘাট্রিপ.কম : বৃহস্পতিবার সকালে দিঘা সমূদ্রে মাছ ধরতে যাওয়া একটি ট্রলারের জালে ধরা পড়ল বিশালাকায় অদ্ভুত দর্শন মাছ। এদিন দিঘা মোহনার মাছের বাজারে সেটি নিলামে বিক্রী হয়েছে।
মৎস্যজীবিদের সূত্রে জানা গেছে, এই মাছটির ওজ…
মিলন পন্ডা, দিঘাট্রিপ.কম : বৃহস্পতিবার সকালে দিঘা সমূদ্রে মাছ ধরতে যাওয়া একটি ট্রলারের জালে ধরা পড়ল বিশালাকায় অদ্ভুত দর্শন মাছ। এদিন দিঘা মোহনার মাছের বাজারে সেটি নিলামে বিক্রী হয়েছে।
মৎস্যজীবিদের সূত্রে জানা গেছে, এই মাছটির ওজন প্রায় ৫ থেকে ৭ কুইন্টাল। এবং কলকাতার এক ব্যাবসায়ী মাছটিকে নিলামে কিনে নিয়েছেন বলেও জানা গেছে।
একঝলকে দেখুন এক্সক্লুসিভ ভিডিওটি !
দিঘা ফিসারম্যান এন্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশানের পদাধিকারী শ্যামসুন্দর দাস জানিয়েছেন এই মাছটি আসলে বিশালাকৃতির তিল শঙ্কর মাছ। এই মাছের শরীরের অংশ গুরুত্বপূর্ণ ওষুধ তৈরির কাজে লাগে। তবে এমন মাছ সচরাচর জালে ধরা পড়েনা বলেই মৎস্যজীবিদের দাবী।
দিঘা মোহনার মৎস্যজীবিদের সূত্রে জানা গেছে, স্থানীয় মৎস্যজীবি রতন জানা ট্রলারের জালে ধরা পড়ে এই অদ্ভুত দর্শন মাছটি। অনেকেই বলেন, এই মাছ নাকি মানুষকেও খেয়ে নেয়। যদিও এই কথার কোনও প্রামান্য সত্যতা নেই। তবে মাছটি বেশ বড়।
এবং সেটিকে দেখলেও প্রথমে ভয় লাগা স্বাভাবিক। ট্রলারে থাকা মৎস্যজীবিরা জানান, জালে মাছটি উঠে আসার পরেই তাঁদের মধ্যে আলোড়ন পড়ে যায়। মাছটি জালের মধ্যে পড়ে ছটফট করছিল। আর সেটিকে বিক্রী করে বেশ ভালো মুনাফা হয়েছে বলেও জানিয়েছেন তাঁরা।
No comments