দিঘাট্রিপ.কম : যাত্রীদের
দাবী মেনে দিঘা থেকে পাঁশকুড়া পর্যন্ত চালু হল আরও একটি লোকাল ট্রেন। ট্রেনটি
দুপুর নাগাদ পাঁশকুড়া থেকে ছেড়ে সন্ধ্যে নাগাদ দিঘায় ঢুকবে। আর তারপরেই সেটি দিঘা
ছেড়ে পুনরায় পাঁশকুড়ার উদ্দেশ্যে রওনা দেবে,
১৫ই আগষ্ট স্বাধীনতা দিবসের দিন থেকে এই লোকাল ট্রেনটি
যাত্রা শুরু করেছে। তবে ট্রেনটি সপ্তাহে শুক্র ও রবিবার বন্ধ থাকবে বলে জানা গেছে।
রেলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সাউথ ইস্টার্ন রেলওয়ে (হাওড়া-জকপুর)
প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশান।
কাঁথির স্টেশান ম্যানেজার মানস রায় জানান, দুপুর বা বিকেলের
দিকে দিঘা যাতায়াতের কোনও লোকাল ট্রেন ছিল না। এর জেরে যাএীরা বেশ সমস্যায় পড়ছিলেন
বলে জানান৷ এই নিয়ে যাএীরা বেশ কয়েকবার তাদের কাছে অভিযোগও জানিয়েছিল। তারা সেই অভিযোগ
রেল দপ্তরের কাছে জানিয়ে দেন।
মানসবাবু আরও বলেন, পাঁশকুড়া থেকে ট্রেনটি দুপুর ২ টা ১০ মিনিটে
ছাড়বে। আবার দিঘা থেকে বিকেল ৫ টা ১৫ মিনিটে ট্রেনটি পাঁশকুড়ার দিকে রওনা দেবে। এই
লোকাল ট্রেনটি চালু হওয়ার পরে যাত্রীরাও বেশ খুশি।
No comments