চন্দন বারিক, দিঘাট্রিপ.কম :বৃহস্পতিবার সকালে মন্দারমণির উত্তাল সমূদ্রে উদ্ধার হয়েছিল এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ। এর কিছু সময় পরে সামনে এল উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয়। তিনি বেচা পাত্র পাল (৪০)। বাড়ি পূর্ব বর্ধমানের জামালপুর থানার আজ…
চন্দন বারিক,
দিঘাট্রিপ.কম : বৃহস্পতিবার সকালে
মন্দারমণির উত্তাল সমূদ্রে উদ্ধার হয়েছিল এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ। এর কিছু সময়
পরে সামনে এল উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয়। তিনি বেচা পাত্র পাল (৪০)। বাড়ি পূর্ব
বর্ধমানের জামালপুর থানার আজহারপুর এলাকায়।
দিঘা থানা সূত্রে জানা
গেছে, মৃত পর্যটক গতকালই ১৮জন বন্ধুর সঙ্গে দিঘায় বেড়াতে এসেছিল। সেখানে এসে
সমূদ্রে ফটোস্যুটও করে তারা। এরপর স্নান করতে করতে আচমকাই সবার অজ্ঞাতে নিখোঁজ হয়ে
যায় সে।
এমনিতেই পূর্ণিমার ভরা
জোয়ারে উত্তাল ছিল সমূদ্র। তারওপর যখন খেয়াল হয় তখন আর ওই ব্যক্তিকে কোথাও খুঁজে
পাওয়া যায়নি।
আরও পড়ুন - স্বাধীনতার সকালে মন্দারমণির উত্তাল সমূদ্র থেকে উদ্ধার অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ !
প্রথমে সবাই ভেবেছিল বেচা পাত্রপাল হয়তো হোটেলে ফিরে গিয়েছেন, কিন্তু
সন্ধ্যে পর্যন্ত তাঁর কোনও সন্ধান না পেয়ে অবশেষে দিঘা থানায় নিখোঁজ ডায়েরী করেন
তাঁর বন্ধুরা।
তবে পুলিশও ওই যুবকের
সন্ধান করতে চেষ্টা করেও ব্যর্থ হয়। এরপর বৃহস্পতিবার সকালে মন্দারমণির সমূদ্রে এক
ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাটি নিকটবর্তী সমস্ত থানায় জানানো হয়। সেই ছবি দেখেই
মৃত ব্যক্তিকে শনাক্ত করেন তাঁর বন্ধুরা।
এরপরেই দিঘা থানা থেকে
মৃতের বন্ধুদের নিয়ে মন্দারমণি থানার উদ্দেশ্যে রওনা দিয়েছে পুলিশ। মৃতের বন্ধুরা
জানিয়েছেন, তাঁরা গতকাল নিউ দিঘার ক্ষণিকা ঘাটে স্নান করতে নেমেছিলেন। তবে কিভাবে
ওই যুবক তলিয়ে গেল তা কেউই আঁচ করতে পারেননি।
No comments