চন্দন বারিক, দিঘাট্রিপ.কম : শনিবারই ৮ বন্ধু মিলে দিঘায়
এসেছিলেন কলকাতার খড়দাহে অবস্থিত সরকারী কোয়ার্টারের বাসিন্দা সুবীর পাল
(৪৫)। কিন্তু দুর্ভাগ্যবশতঃ সমূদ্রে নামার ঘন্টা কয়েকের মধ্যেই জলে তলিয়ে সুবীর
বাবুর মৃত্যু হয়েছে।
বেলা আড়াইটে নাগাদ তাঁকে আশংকাজনক অবস্থায় দিঘা স্টেট
জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সূত্রের খবর,
আজই বেলার ৮ বন্ধু মিলে দিঘায় বেড়াতে এসেছিল।
এসে তাঁরা ওল্ড দিঘার একটি হোটেলে ওঠে। এরপর তাঁরা বাংলা
উড়িষ্যার বর্ডার এলাকা উদয়পুরে সমূদ্র সৈকতে স্নান করতে যায়। সেখানে বেশ কয়েক
ঘন্টা স্নান করে। বেলা আড়াইটে নাগাদ আচমকাই জলের তোড়ে ভেসে যান তিনি।
সবার চিৎকারে স্থানীয়রা ঝাঁপিয়ে পড়ে ওই ব্যক্তিকে উদ্ধার
করে। তবে ততক্ষণে তাঁর অবস্থা সঙ্গীন হয়ে যায়। পরে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা
তাঁকে মৃত বলে জানান। খবর পেয়ে দিঘা থানার পুলিশ হাসপাতালে গিয়ে মৃতের বন্ধুদের
মাধ্যমে তাঁর বাড়িতে যোগাযোগ করেছে।
------- বিজ্ঞাপন -------

------- বিজ্ঞাপন -------

------- বিজ্ঞাপন -------
No comments