চন্দন বারিক, দিঘাট্রিপ.কম : বুধবার
বেলার দিকে দুই মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু
হয়েছে। মৃত ব্যবসায়ীর নাম রবিশঙ্কর কামিলা (৩৯)। তিনি রামনগর থানার মান্দার গ্রামের
বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, এদিন দুই বেপরোয়া বাইক প্রচন্ড
গতিতে মুখোমুখি ধাক্কা মারে। এই ঘটনায় রবিশঙ্করবাবুর মাথায় মারাত্মক চোট লাগে।
তাঁকে আশঙ্কাজনক অবস্থায় দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে
মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, দুই মোটর বাইকে সওয়ার কারও মাথাতেই
হেলমেট ছিল না। তবে তারা প্রত্যেকেই বিপদমুক্ত বলে জানা গেছে। রবিশঙ্করবাবু পেশায়
স্বর্ণ ব্যবসায়ী বলে জানা গেছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
------- বিজ্ঞাপন -------

------- বিজ্ঞাপন -------

------- বিজ্ঞাপন -------
No comments