চন্দন বারিক,
দিঘাট্রিপ.কম : শুক্রবার সকালে দিঘা
সেন্ট্রাল বাসস্ট্যান্ডের কাছে উদ্ধার হল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। ওই
ব্যক্তি দীর্ঘদিন ধরেই এলাকায় ভিক্ষাবৃত্তি করে বেড়াত বলে স্থানীয়রা জানিয়েছেন।
আজ সকালে তাঁকে সঞ্জাহীন
অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁরাই খবর দেন দিঘা থানায়। খবর পেয়ে দিঘা
আউটপোষ্ট থেকে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে
গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান।
চিকিৎসকদের প্রাথমিক
অনুমান, গত কয়েকদিন ঠান্ডার প্রকোপ বেড়েছে পাল্লা দিয়ে। গতকাল ঠান্ডার পরিমান ছিল
অন্য দিনের তুলনায় অনেক বেশী। এই ঠান্ডাতেই বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে মনে করা
হচ্ছে।
দিঘা থানা সূত্রে জানা
গেছে, ওই ব্যক্তির কোনও পরিচয় পুলিশ এখনও উদ্ধার করতে পারেনি। দেহটিকে ময়না
তদন্তের জন্য কাঁথি হাসপাতালে পাঠানোর পাশাপাশি তাঁর পরিচয় উদ্ধারেরও চেষ্টা
চালাচ্ছে দিঘা থানার পুলিশ।
মোবাইলে দিঘার আরও নিউজ আপডেট পেতে এইখানে ক্লিক করুন - Whatsapp