চন্দন বারিক, দিঘা : দিঘার সমূদ্রে স্নান করতে গিয়ে নিখোঁজ হয়ে
গেল এক যুবক। তাঁর নাম অনিরুদ্ধ সাঁতরা (২৮)। তাঁর বাড়ি পূর্ব মেদিনীপুরের চন্ডীপুরের হাঁসচড়ার বাসিন্দা
বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
এদিন মোট ৬ জন মিলে দিঘায় বেড়াতে এসেছিল। বেলা ১টা নাগাদ তাঁরা দিঘার জগন্নাথ ঘাটের কাছে স্নান করতে যান। সেই সময়ই হঠাৎ তলিয়ে যায় সে। তারপর
থেকে এখনও পর্যন্ত তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ ব্যক্তি পেশায় একজন ব্যবসায়ী। তাঁর আত্মীয়দের
দাবী, স্নান করতে গিয়েই ছেলেটি নিখোঁজ হয়েছে। খবর পেয়ে দিঘা থানার পুলিশ ও
কর্তব্যরত নুলিয়ারা ছেলেটির খোঁজ শুরু করেছে।
তবে এখনও পর্যন্ত
ছেলেটির কোনও সন্ধান পাওয়া যায়নি।