চন্দন বারিক, দিঘা : সামান্য ব্রিষ্টিতেই
জল জমে গেল সৈকত শহর দিঘার গুরুত্বপূর্ণ স্টেশন চত্বর এলাকার মূল রাস্তার উপর। এর জেরে
চূড়ান্ত অসুবিধেয় পড়েছেন সৈকত শহরে ঘুরতে আসা পথ চলতি পর্যটকরা। স্থানীয় বাসিন্দাদের
অভিযোগ, প্রশাসনের উদাসীনতায় জল নিকাশীর বেহাল দশা এই এলাকায়।
রবিবার সামান্য বৃষ্টিতেই জল জমে গেল
সৈকত শহর দিঘার গুরুত্বপূরণ স্টেশন রোড এলাকায়। আর এই জলের সঙ্গে যোগ হয়েছে হোটেলের
বর্জ্য মিশ্রিত নোংরা জল। পথ চলতি পর্যটকদের এই নোংরা জলের ওপর দিয়েই হেঁটে যেতে হচ্ছে।
তবে সব দেখেও উদাসীন স্থানীয় প্রশাসন।
এই ঘটনায় এলাকার জল নিকাশী ব্যবস্থাকেই
দুশছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ঘটা করে দিঘার জল নিকাশি ঢেলে সাজানো হয়েছে।
অথচ রাস্তার ওপর নোংরা জল জমে যাওয়ার ঘটনা বারে বারে ঘটছে। কবে এই যন্ত্রণা থেকে মুক্তি
মিলবে জানেন না কেউই।