চন্দন বারিক, দিঘা : দিঘার বিবেকানন্দ
স্ট্যাচু থেকে যুব আবাস মোড় পর্যন্ত দীর্ঘ প্রায় ৩.৫ কি.মি রাস্তাটি একেবারে বেহাল
অবস্থায় রয়েছে। প্রতিদিন প্রচুর সংখ্যক যানবাহনের যাতায়াত করে এই রাস্তায়। দিনে দিনে
আনাগোনা বেড়েছে পর্যটকের।
এবারের…
চন্দন বারিক, দিঘা : দিঘার বিবেকানন্দ স্ট্যাচু থেকে যুব আবাস মোড় পর্যন্ত দীর্ঘ প্রায় ৩.৫ কি.মি রাস্তাটি একেবারে বেহাল অবস্থায় রয়েছে। প্রতিদিন প্রচুর সংখ্যক যানবাহনের যাতায়াত করে এই রাস্তায়। দিনে দিনে আনাগোনা বেড়েছে পর্যটকের।
এবারের বর্ষার পরেই রাস্তা বেহাল দশা
আবারও ফুটে উঠেছে। যার জেরে ক্ষেভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দিঘা পাইপাশে ঢোকার
কিছুটা আগেই বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
এই বর্ষার মরসুমে ঐ গর্ত গুলিতে জল জমে
বিপজ্জনক পরিস্থিতি তৈরী হয়। যার ফলে প্রতিনিয়ত দুঘর্টনার সম্ভাবনা থেকে যাচ্ছে। দিঘা
রেল ক্রসিং, দিঘা নার্শরীস্কুল, টয়ট্রেনে যাওয়ার রাস্তাতেও ব্যাপক ভাবে গর্তের সৃষ্টি
হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজরদারীর
অভাবে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। দিঘা বাইপাশের রাস্তাটি দিঘা শংকরপুর উন্নয়ন পর্যদের
আওতায় পড়ে। এমন জনপ্রিয় পর্যটন কেন্দ্রে রাস্তার এমন বেহাল দশা ঘিরে প্রশ্ন উঠতে শুরু
করেছে উন্নয়ন পর্যদের ভূমিকা নিয়ে।
এই বিষয়ে রামনগরের বিধায়ক অখিল গিরি জানিয়েছেন, রাস্তাটি মেরামতের জন্য দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদে বৈঠক হয়েছে। রাস্তা মেরামতির জন্য বাজেট অনুমোদনও হয়ে গিয়েছে। ডিএসডিএ ইতিমধ্যে রাস্তাটির মেরামতের জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করেছে। বর্ষা থামলেই ঠিকাদারেরা কাজ শুরু করবেন বলে জানিয়েছেন তিনি।
এই বিষয়ে রামনগরের বিধায়ক অখিল গিরি জানিয়েছেন, রাস্তাটি মেরামতের জন্য দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদে বৈঠক হয়েছে। রাস্তা মেরামতির জন্য বাজেট অনুমোদনও হয়ে গিয়েছে। ডিএসডিএ ইতিমধ্যে রাস্তাটির মেরামতের জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করেছে। বর্ষা থামলেই ঠিকাদারেরা কাজ শুরু করবেন বলে জানিয়েছেন তিনি।