চন্দন বারিক, দিঘা : শুক্রবার সকালে দিঘা
বাসস্ট্যান্ডে কিটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা চালাল এক প্রৌঢ়া। তাঁকে সঞ্জাহীন
অবস্থায় দেখতে পান বাস কর্মীরা। তাঁরাই মহিলাকে উদ্ধার করে দিঘা স্টেট জেনারেল
হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এসেছে।
পরে মহিলার কিছুটা চেতনা ফিরলে তাঁর পরিচয় উদ্ধার হয়। জানা
গিয়েছে, মহিলার নাম যশোদা দাস (৬৫), স্বামী গোপাল চন্দ্র দাস। তাঁর বাড়ি উড়িষ্যার
বালেশ্বরের ভোগরাই থানার বগড় এলাকায়।
দিঘা থানার পুলিশের মাধ্যমে খবর পেয়ে মহিলার বড় ছেলের বৌমা আল্পনা
দাস দিঘা হাসপাতালে পৌঁছান। তিনি জানান, তাঁর শ্বাশুড়ি দীর্ঘদিন ধরেই রোগে
ভুগছিলেন। মাস খানেক আগেই তাঁর চোখে অপারেশান হয়েছে। উড়িষ্যার কটকে তাঁর চিকিৎসাও
চলছে।
শুক্রবার কাউকে না জানিয়েই দিঘায় চলে এসে আত্মহত্যার চেষ্টা
চালিয়েছেন তিনি। তবে সময় মতো বাসের কর্মীরা তাঁকে দেখে ফেলায় তাঁকে উদ্ধার করা
সম্ভব হয়েছে। যদিও বর্তমানে তাঁর অবস্থা সংকটজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।