দিঘা : দিঘা স্টেট জেনারেল হাসপাতালের ন্যাহ্যমূল্যের ঔষধ দোকানের কর্মীর বিরুদ্ধে রোগীর আত্মীয়দের সঙ্গে অভব্য আচরণ ও হেনস্থার অভিযোগে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার বেলার দিকে স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিয়ে হাসপাতাল সু…
দিঘা : দিঘা স্টেট জেনারেল
হাসপাতালের ন্যাহ্যমূল্যের ঔষধ দোকানের কর্মীর বিরুদ্ধে রোগীর আত্মীয়দের সঙ্গে
অভব্য আচরণ ও হেনস্থার অভিযোগে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার বেলার
দিকে স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিয়ে হাসপাতাল সুপারের কাছে লিখিত অভিযোগ জমা
দিয়েছেন। হাসপাতালের সুপার ডঃ বিষ্ণুপদ বাগ জানিয়েছেন, "অভিযোগ পেয়েছি, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহন করা হবে"।
স্থানীয় সূত্রে জানা
গেছে, সুমন দাস নামের এক যুবক বুধবার রাতে হাসপাতালের ন্যাহ্য মূল্যের ঔষধ দোকানে
যায়। কিন্ত সেই সময় ন্যাহ্যমূল্যের দোকানে থাকা কর্মী নেশাগ্রস্ত অবস্থায় ছিল বলে
অভিযোগ। সেই সময় নদিয়ার দুই পর্যটক ও ঔষধ কিনতে যান। তাঁদেরও ঔষধ
না দিয়েই ফেরৎ
পাঠানো হয় বলেও অভিযোগ।
সুরেশ বাবু জানিয়েছেন, তাঁর বাড়ির ঔষুধ কেনার জন্য বাড়ির কর্মী সুমনকে ঔষুধ কিনতে পাঠালে দোকানের কর্মচারী ঔষধ না দিয়ে অসভ্য ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ। স্থানীয় মানুষদের আরও অভিযোগ, অনেক সময় ঔষুধ থাকলেও না দিয়ে ফেরৎ পাঠানো হয়। সরকারি ঔষধ দোকানের মধ্যে রাতে মদ গাঁজার আখড়া বসে বলেও অভিযোগ তাঁদের।
অভিযোগ পত্রের প্রত্যয়িত নকল -